উপনির্বাচনেও ইন্ডিয়া জোটের জয়জয়কার, বিজেপির কপালে চিন্তার ভাঁজ

ভারতের লোকসভার পর উপনির্বাচনেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে জোর ধাক্কা দিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ৭ রাজ্যের ১৩টি আসনের মধ্যে ১১ আসনেই জিতেছে ইন্ডিয়া জোট। আর মাত্র ২ আসনে খুব কম মার্জিনে জিতেছে বিজেপি প্রার্থীরা।
এ দফায় পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব ও বিহারের মোট ১৩টি আসনের উপনির্বাচন হয়েছে। এর মধ্যে অধিকাংশ রাজ্যেই– কোথাও কংগ্রেস, কোথাও আম আদমি পার্টি, আবার তৃণমূল কংগ্রেস। জনগণের আস্থা বিরোধী জোটের দলগুলোর ওপরেই।
পশ্চিমবঙ্গের চার আসন– মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে উপনির্বাচন হয়, যেখানে চারটিতেই জয় পেয়েছে তৃণমূল। এর মধ্যে মানিকতলায় জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদায় জিতেছেন ঠাকুর পরিবারের সদস্য তথা তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রায়গঞ্জ কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে জিতেছেন আম আদমি পার্টির প্রার্থী মোহিন্দর ভগৎ।
হিমাচল প্রদেশের দেহরা আসন থেকে জিতেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। ৯ হাজার ৩৯৯ ভোটে হারিয়েছেন বিজেপির প্রার্থীকে। নালাগড় থেকে কংগ্রেসের হরদীপ সিং বাওয়া জিতেছেন ৮ হাজার ৯৯০ ভোটে। হামিরপুর আসনে জিতেছে বিজেপি। আশীষ শর্মা মাত্র ১ হাজার ৫৭১ ভোটের ব্যবধানে জিতেছেন।
উত্তরাখণ্ডের মঙ্গলৌরে ১২ হাজার ৫৪০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজি নিজামুদ্দিন। বদ্রীনাথে কংগ্রেসের লখপত সিং বুটোলা এগিয়ে রয়েছেন।
তামিলনাড়ুতে ডিএমকে-র প্রার্থী আনিয়ুর সিভা এগিয়ে রয়েছেন বিক্রবান্ডি আসন থেকে।
বিহারে জেডি (ইউ)-এর কালাধর প্রসাদ মণ্ডল প্রথমে এগিয়ে থাকলেও পরে ৫ হাজার ভোটে পিছিয়ে পড়েন রুপাউলি আসন থেকে।
মধ্য প্রদেশের চিঞ্চওয়াড়া আসনে বিজেপির প্রার্থী কমলেশ প্রতাপ শাহ ১ হাজার ৭৪৭ আসনে এগিয়ে রয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
(ঢাকাটাইমস/১৩জুলাই/এমআর)

মন্তব্য করুন