এবার শিক্ষার্থীদের বিরুদ্ধে সময় টিভি কর্তৃপক্ষের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ০১:৩৫
অ- অ+

রাজধানীর শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে শাহবাগ থানায় মামলাটি হয়। এতে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান। এর আগে শুক্রবার রাতে সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত, পুলিশ সদস্যদের জখম এবং পুলিশের এপিসি ও জলকামান ভাঙচুরের অভিযোগে মামলা হয়। পুলিশ বাদী হয়ে করা এই মামলায় অসংখ্য অজ্ঞাত আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ওসি বলেন, সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারে অজ্ঞাত অনেকেই উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ১১ জুলাই বিকালে ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আন্দোলনকারীরা বলে 'সময় টিভির ক্যামেরা, ধর শালাকে'; এরপর আন্দোলনকারীরা সাংবাদিক তোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকে, যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেয়ার চেষ্টা করে ও সাংবাদিক তামিমের মাথার পরিহিত হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে। এছাড়া সাংবাদিক তামিম ও সুমনকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আন্দোলনকারীরা।

গত বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে আসতে থাকেন কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। পরে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের রাস্তা দখলে নেয়। একপর্যায়ে পুলিশের জলকামান ও এপিসির ওপরে উঠে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন। পরে শাহবাগে বসে সড়ক দখল করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঢাকাটাইমস/১৪জুলাই/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অকালে চুল পাকা ঠেকায়
ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল 
ভেষজ ঔষধি লাল বিট দেহে রক্ত বাড়ায়, ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
সুস্থ দেহে সুন্দর মন, জানুন নীরোগ থাকার মন্ত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা