জামালপুরে কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ

জামালপুরে কমছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৬ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানিতে এখনো ডুবে আছে বেশির ভাগ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর। টানা এক সপ্তাহ ধরে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাচ্ছে দুর্গত এলাকার মানুষ।
গত ৩ জুলাই জামালপুরে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে। এতে প্লাবিত হয় জেলার সাতটি উপজেলার ৪২টি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। ভেঙে যায় গ্রামীণ জনপদের কাঁচাপাকা রাস্তা ও ব্রিজ কালভার্ট। পানির কারণে বন্ধ হয়ে যায় দুর্গত এলাকার ৩৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০টি কমিউনিটি ক্লিনিক। পানিতে তলিয়ে যায় ১২ হাজার হেক্টর জমির ফসল। পানিবন্দি হয়ে পড়ে প্রায় আড়াই লাখ মানুষ।
দেওয়ানগঞ্জ উপজেলার গুজিমারী গ্রামের বাসিন্দা ইমান আলী বলেন, ‘বাড়িঘরে পানি থাকার কারণে ঠিকমতো রান্না করা যাচ্ছে না। আজ পাঁচ দিন পর ভাত খাইলাম। পানি কমতে থাকলেও আমাদের দুর্ভোগ কমছে না। অনেক কষ্টে দিনযাপন করছি।’
একই এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকা পানিতে তলিয়েছিল। এখন পানি কমছে ধীরে ধীরে। আমরা ঠিকমতো শৌচাগার ব্যবহার করতে পারছি না। অনেক দূর থেকে খাবার পানি আনতে হচ্ছে। গবাদিপশুর তীব্র খাবারের সংকট দেখা দিয়েছে।’
জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্গত এলাকায় পানি জমে থাকার কারণে মোট ক্ষয়ক্ষতির হিসাব এখনো নিরূপণ করা যায়নি।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এবারের বন্যায় জেলার প্রায় ১২ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে আখ ও পাট ছাড়া অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে।
(ঢাকাটাইমস/১৪জুলাই/মোআ)

মন্তব্য করুন