নিষিদ্ধ হতে যাচ্ছে ইমরান খানের দল ‘পিটিআই’
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ১৫:০২ | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ১৭:১৩
পাকিস্তানের ফেডারেল সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাজ সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
সোমবার ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তারার বলেন, ‘দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তবে পিটিআইয়ের অস্তিত্ব দিয়ে তা করা যাবে না, পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না।’
তিনি আরও বলেন, ফেডারেল সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে।দলটির বিরুদ্ধে "বিশ্বাসযোগ্য প্রমাণের" আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে, সরকারের পক্ষ থেকে আর্টিকেল ৬ এর অধীনে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারার।
এরআগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুাষ্ঠিত হওয়ার আগে পিটিআই-এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি।
এরআগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুাষ্ঠিত হওয়ার আগে পিটিআই-এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি।
কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবচেয়ে বেশি আসন পেয়েছে পিটিআই সমর্থিত প্রাথীরা— ৯২টি আসন। তবে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হওয়ার কারণে সরকার গঠনে জন্য তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি দলটি।
সূত্র: ডন, জিও
(ঢাকাটাইমস/১৫জুলাই/এমআর)