ঢাবির হলপাড়া রণক্ষেত্র, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ১৫:৪৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ১৮:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। সোমবার বিকাল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে দুপক্ষের সংঘর্ষ হয়।

সংঘর্ষের ঘটনার পর ছাত্রলীগ হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অনেকে অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন।

ঢাবির টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সমাবেশ চলার মধ্যেই বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের সূচনা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়।

এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষে যোগ দেন। পরে দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান।

এর মধ্যে ছাত্রলীগের হামলার শিকার আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসসি থেকে একটি দল বিজয় একাত্তর হলের দিকে যেতে চাইলে মল চত্বরে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়ে।

পরে এ জায়গায়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইট–পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্ত্বর থেকে পিছু হটেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একদল ফুলার রোড হয়ে এবং আরেক দল স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যান। অপর দিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষার্থীরাও বিকাল চারটার দিকে পিছু হটেন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সামনে যাকে পান তার ওপর হামলা চালান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হন। সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতরসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। তাদের মধ্যে ১০ জনের বেশি নারী শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এসকেএস/ইএস/ডিএম)