নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ১৬:২১ | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ১৭:৩৯

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার দুপুরের পর কয়েক শ শিক্ষার্থী সড়ক অবরোধে অংশ নেন। এসময় তাদের নানা রকম স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানানা, দুপুরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েক শ শিক্ষার্থী নতুনবাজার সিগন্যালের সামনে সড়ক অবরোধ করেন। ফলে নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ অবরোধের কারণে শত শত যানবাহন আটকা পড়েছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুনবাজার এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। আমরা শিক্ষার্থীদের বোঝাচ্ছি তারা যেন রাস্তা ছেড়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এএইচ/ইএস)