জামালপুরে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ১৯:৪৭
জামালপুরের মেলান্দহে গৃহবধূ মুক্তা বেগম (২৫) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
সোমবার সকাল ১১টায় জামালপুর-ইসলামপুর মহাসড়কের টনকি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নিহত মুক্তার বাবা গোলাম মোস্তফা উস্তর, মাতা মর্জিনা বেগম, মামা বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, মামাতো ভাই ডা. মেহেদী হাসান মেহের, সবুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নিহত মুক্তার বাবা উস্তর মিয়া বলেন, আমার দুই মেয়ের মধ্যে মুক্তা বেগম (২৫)কে ৭-৮ বছর আগে ইসলামপুরের কাছিমা গ্রামের দুলু বেপারির ছেলে খোকন মিয়ার (৩৭) কাছে বিয়ে দেই। তাদের ঘরে দুই সন্তান আছে। দীর্ঘদিন ধরে আমার মেয়ের স্বামী খোকন মিয়া যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এ নিয়ে কয়েক দফা দেন দরবারও হয়েছে। ইতোমধ্যেই আমি জীবিকার তাগিদে ঢাকায় চলে যাই। এ সময় আমার মেয়ে মুক্তা এবং তার স্বামী খোকনের কাছে ৫০ হাজার টাকা ও আমার স্ত্রী মর্জিনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র রেখে যাই। কয়েকদিন পরেই গচ্ছিত টাকা তছরুপসহ গয়না বিক্রি করে ফেলে খোকন। এ নিয়ে আমার মেয়ে মুক্তার সঙ্গে তার স্বামী খোকনের ঝগড়া হয়।
তিনিও বলেন, ৯ জুলাই সকালে আমি ঢাকা থেকে মেয়ে মুক্তার কাছে ফোন করলে খোকন আমার মেয়ের সঙ্গে কথা বলতে দেয়নি। দুপুরের দিকে খোকন তার ছোট শিশুকে নিয়ে রহস্যজনকভাবে আমার বাড়িতে চলে আসে। কিছুক্ষণ থাকার পর আবার চলে যায়। এর আধা ঘণ্টা পর খোকন ফোন করে মুক্তার মৃত্যুর খবর জানায়। ইসলামপুর থানা পুলিশ আমার মেয়ে হত্যার মামলা নেয়নি। এ ঘটনায় রবিবার (১৪ জুলাই) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ইসলামপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) দেলোয়ার হোসেন জানান, লাশের বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হয়েছে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/পিএস)