ঢামেকের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের পেটালো ছাত্রলীগ
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ২১:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনে দফায় দফায় সংঘর্ষের পর এবার ঢামেকের জরুরি বিভাগের ভেতরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাঠিসোটা নিয়ে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়েন। সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা। শিক্ষার্থীরা অনেকে ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন।
এ সময় আনসার সদস্যরা মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলে। প্রায় ১০ মিনিট মারধরের পর ৭টা ২৭ মিনিটে ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়ে যায়।
এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা। পরে আবারও ছাত্রলীগ হামলা শুরু করে। এসময় বেশিরভাগ ছাত্রলীগ কর্মী হেলমেট পরে ছিলেন, তাদের হাতে লাঠি ছিল।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এসআইএস)