মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ২১:৩৬
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠিত হয়।
মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ও মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।
উদ্বোধনী ম্যাচে উয়ার্শী ইউনিয়ন ও ভাওড়া ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হয়। এতে উয়ার্শী ইউনিয়ন একাদশ ৩-১ গোলের ব্যবধানে ভাওড়া ইউনিয়নকে পরাজিত করে। একই মাঠে বিকালে সাড়ে চারটায় মির্জাপুর পৌরসভা-২ একাদশ ও মহেড়া ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুর পৌরসভা-২ একাদশ ৪-১ গোলে জয়লাভ করে।
অপর দিকে গোড়াই জমিদার বাড়ি খেলার মাঠে বিকাল তিনটায় গোড়াই ইউনিয়ন ও লতিফপুর ইউনিয়নের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লতিফপুর ইউনিয়ন একাদশ খেলায় অংশ না নেওয়ায় গোড়াই ইউনিয়নকে বিজয়ী ঘোষণা করা হয়। একই মাঠে বিকাল সাড়ে চারটায় তরফপুর ইউনিয়ন একাদশ ও বহুরিয়া ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এতে তরফপুর ইউনিয়ন ২-০ গোলে জয়লাভ করে।
(ঢাকাটাইমস/১৫জুলাই/পিএস)