আমি লজ্জিত, এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম: কুবি ছাত্রলীগনেত্রী
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ২৩:৪৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ২৩:৫৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন ছাত্রলীগনেত্রী নুসরাত জাহান সৌরভী।
সোমবার রাত সাড়ে নয়টায় পদত্যাগের বিষয়টি নুসরাত জাহান সৌরভী নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে নিশ্চিত করেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ফেসবুকে দেওয়া পোস্টে সৌরভী উল্লেখ করেন, ‘নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে, আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।’
এর আগে রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার টিউশনি করে শহর থেকে ক্যাম্পাসে এলে হলে আসার পথে ছাত্রলীগের ৮ কর্মী তাকে ডেকে নিয়ে মারধর করেন।
এদিকে হামলাকারীদের একজন হলেন রবিউল আলম রিয়াজ। যিনি সৌরভীর স্বামী। রিয়াজ-সৌরভী দুজনেই ক্যাম্পাস ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। রবিউল আলম রিয়াজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের হল শাখা ছাত্রলীগের উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক। অন্যদিকে সৌরভী ছিলেন ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
নুসরাত জাহান সৌরভী কোটা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও রবিউল আলম রিয়াজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জড়িত শিক্ষার্থীদের ওপর মারধরের জড়িয়েছেন।
সংশ্লিষ্ট খবর: রাতে ‘টিউশন ফেরা’ কুবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের পদপ্রত্যাশীদের হামলা
(ঢাকাটাইমস/১৫জুলাই/এএইচ/এসআইএস)