শিক্ষার্থীদের ওপর হামলা: ঢাবিতে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ১২:১০ | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১২:৩৩

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সোমবার ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের কমিটিতে থাকা নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে।

সোমবার থেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একের পর এক নেতাকে পদত্যাগের ঘোষণা দিতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন>> ছাত্রলীগের হামলায় যেখানে এসে ‘থমকে গেলেন’ প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব

পদত্যাগের ঘোষণা দেওয়া কয়েকজন হচ্ছেন– জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াসিক ইকরার, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুল হাসান হাসিব, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহমুদা বাশার বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক আফিয়া ফাহমিদা শুচি, আইন সম্পাদক সিরাজাম মনিরা তিশা, ক্রীড়া সম্পাদক উম্মে সাদিয়া মারগুবা চৌধুরী এবং নাট্য ও সাহিত্যবিষয়ক সম্পাদক মেহেরুন নেছা মিম।

সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে পদত্যাগের ঘোষণাদানকারীদের সংখ্যা। এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপ-সম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। 

উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসকে/এফএ)