দেশে ফিরে লাখো সমর্থককে নিয়ে শিরোপা উদযাপন করল চ্যাম্পিয়ন স্পেন
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ১৫:০২
ইংল্যান্ড ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে ইউরো চ্যাম্পিয়নশিপের। যেখানে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই সঙ্গে ইউরো পেয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। ফাইনালের পরের দিন স্পেনে লাখো দর্শকের সঙ্গে ছাদখোলা বাসে শিরোপা নিয়ে উদযাপন করেন মোরাতা-ইয়ামালরা।
মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে সোমবার (১৫ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টায় ইউরো চ্যাম্পিয়নদের বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। কয়েক ঘন্টা পর তারা জারজুয়েলা প্রাসাদ পরিদর্শনে যান। সেখানে স্কোয়াডের সবাই স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাদ্রিদে ছাদখোলা বাসে প্যারেডের জন্য ওঠে। রাত ৯টার পরে প্লাজা সিবেলেসে বাস পৌঁছানোর আগে শহরের সবচেয়ে বিখ্যাত রাস্তাগুলোর কিছু পাশ দিয়ে তাদের বহনকারী বাস যায়। স্পেনের সরকার জানিয়েছে, পাঁচ লাখেরও বেশি মানুষ উদযাপনে অংশ নিয়েছিল।
দলের সবার সঙ্গে উদযাপনের যোগদানের আগে স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা মঞ্চে ইউরো ট্রফি সামনে আনেন। ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ইউরোপের চ্যাম্পিয়ন! এই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত।’ এরপর বাসে করে মাদ্রিদের রাস্তায় প্যারেড শুরু করে পুরো দল। এই সময় সমর্থকদের থেকেও ভালোবাসা পেয়েছে স্পেনের ফুটবলাররা।
এবারের ইউরো চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে সফল দলে পরিণত হল স্পেন। এর আগে আরও তিনবার ইউরোর শিরোপা জিতেছিল তারা। ১৯৬৪ সালে ইউরো জেতার পর দীর্ঘদিন এই শিরোপার অপেক্ষায় থাকে লা রোজারা। এরপর ২০০৮ ও ২০১২ সালের ইউরো জিতে সর্বোচ্চ শিরোপা জেতার তালিকায় জার্মানির সঙ্গে যৌথভাবে শীর্ষে জায়গা করে নেয় স্পেন। তবে এবার শিরোপা জিতে এককভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দল এখন স্পেন।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/এনবিডব্লিউ)