ওমানে মসজিদের কাছে বন্দুকহামলা, নিহত ৪ 

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ১৫:১৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১৫:৩৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

এদিন পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন রাজধানী মাস্কাটের পূর্বে অবস্থিত ওয়াদি আল-কবির এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। 

ঘটনাস্থল থেকে ভিডিওতে দেখা যাচ্ছে, ইমাম আলী মসজিদের কাছে বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে এবং লোকজন এদিক-ওদিক ছোটাছুটি করছে।  

ওমানি পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং পদ্ধতি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে হামলার কোনো উদ্দেশ্য বা সম্ভাব্য সন্দেহভাজনদের চিহ্নিত করা যায়নি। 

এদিকে হতাহতদের মধ্যে পাকিস্তানি নাগরিক রয়েছে বলে জানিয়েছে ওমানে অবস্থিত পাকিস্তান দূতাবাস। 

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের রাষ্ট্রদূত তিনটি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং আহতদের সঙ্গে দেখা করেছেন। নিহতদের মধ্যেও পাকিস্তানি নাগরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

অন্যদিকে, গুলি চালানোর পরপরই মাস্কাটে মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবার সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।

দূতাবাস এক্সে এ লিখেছে, ‘মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা উচিত।’

প্রসঙ্গত, এই ধরনের হামলা উপসাগরীয় দেশটিতে বিরল, মধ্যপ্রাচ্যের অনান্য দেশগুলোর তুলনায় ওমানে অপরাধের হার সবচেয়ে কম। 

সূত্র: আল জাজিরা

(ঢাকাটাইমস/১৬জুলাই/এমআর)