দোয়ারাবাজারে ৫৩৫০ কেজি ভারতীয় চিনিসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৬:২৩
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা, উপজেলার বালিছড়া গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) এবং তার ছেলে আল আমিন (১৯)

মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বসতঘর থেকে চিনি উদ্ধার ও বাবা-ছেলেকে আটক করে।

দোয়ারাবাজার পুলিশ জানায়, থানার এসআই মো. এনামুল হক মিঠু, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদসহ পুলিশের একটি দল বালিছড়া গ্রামে মো. রফিকুল ইসলামের ঘরে তল্লাশি করে তিন হাজার ৩৫০ কেজি (৪৭ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করে। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরও দুই হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা