দোয়ারাবাজারে ৫৩৫০ কেজি ভারতীয় চিনিসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা, উপজেলার বালিছড়া গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) এবং তার ছেলে আল আমিন (১৯)।
মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বসতঘর থেকে চিনি উদ্ধার ও বাবা-ছেলেকে আটক করে।
দোয়ারাবাজার পুলিশ জানায়, থানার এসআই মো. এনামুল হক মিঠু, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদসহ পুলিশের একটি দল বালিছড়া গ্রামে মো. রফিকুল ইসলামের ঘরে তল্লাশি করে তিন হাজার ৩৫০ কেজি (৪৭ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করে। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরও দুই হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

মন্তব্য করুন