শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন শরিফুল

পুরো দেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কারের এক দফা দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের শুরুটা শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হলেও এবার তা স্কুল-কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়েছে।
রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলি-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্য-বাড্ডা থেকে শুরু করে নদ্দা/বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়ক, উত্তরা, মিরপুর ১০ নম্বর, তাঁতীবাজার, বেইলিরোড ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও সমর্থন জানিয়েছেন। এবার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানালেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শরিফুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তার ভাষ্য, ‘আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’
এদিকে জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই শিক্ষার্থীর মন্তব্য, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। শুরু থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা খুব একটা বাধার সম্মুখীন না হলেও সোমবার (১৫ জুলাই) তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদল্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষের সময় হামলা থেকে রেহাই পাননি নারী শিক্ষার্থীরাও। এর মধ্যে অনেকে রক্তাক্ত হয়ে হাসপাতালের শরণাপন্ন হন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
(ঢাকাটাইমস/১৬ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন