পাকিস্তান সিরিজের ব্যাটিং প্ল্যান কেমন হবে বলতে চান না অধিনায়ক শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৮:৩৪
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আপাতত ছুটিতে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী আগস্টে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আর সেই সিরিজের ব্যাটিং প্ল্যান নিয়ে এখনই কিছু বলতে চান না অধিনায়ক শান্ত।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই অধিনায়ক। এ সময় পাকিস্তান সিরিজ নিয়ে শান্ত বলছিলেন, 'ব্যাটিং প্ল্যানিংটা না বলি, ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যেই থাক৷ আমার মনে হয় যে এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল কিন্তু এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমি যদি নাম বলি মুশফিক ভাই, মুমিনুল ভাই আরো বেশ কিছু প্লেয়ার আছে। আমরা যদি আমাদের ওই অভিজ্ঞতাটা দেখাতে পারি ওই শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে।'

শান্ত জানালেন ভিন্ন ফরম্যাট, নতুন খেলোয়াড়ও আসবে যা সাহায্য করবে ভালো করতে, 'অবশ্যই এটা শুধু কোনো সিরিজ বা টুর্নামেন্ট ভালো অথবা খারাপ খেলার ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে ভালো হলেও ওটা নিয়ে খুব বেশি চিন্তা করে যে..। আমার মনে হয় বর্তমানে থাকাটাই খুব গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে। আমাদের ভিন্ন একটা ফরম্যাটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবে।'

'যারা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিল না, যারা আসবে তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। অবশ্যই সামনে সিরিজটা আবার নতুন করে শুরু করা। আমরা লাস্ট শ্রীলঙ্কার সাথে শেষ করেছিলাম অনেকদিন পর আবার একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে সবাই মোটামুটি একটা সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য সুতরাং আশা করছি ভালো কিছু হবে।'- আরও যোগ করেন শান্ত।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট হবে ২১-২৫ আগস্ট, রাওয়ালপিন্ডিতে এবং করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
ইরানে দখলদার ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৬৩৯
‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার
সন্তানকে হত্যা করে ঘরে পুঁতে রাখলেন বাবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা