প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান

প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ১৫:৪০

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। রাজপথে শিক্ষার্থীরা। প্রতিপক্ষ পুলিশ-ছাত্রলীগ। সোম এবং মঙ্গলবার দফায় দফায় চলে সংঘর্ষ। প্রাণ গেছে ছয়জনের। আহত হয়েছেন শয়ে শয়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের এমন আচরণের নিন্দা জানিয়েছেন দেশের মানুষ। বাদ যাননি তারকারাও। অনেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি রক্তক্ষয়ী এই সংঘর্ষ বন্ধের অনুরোধ জানিয়েছেন। দেরিতে হলেও সেই তালিকায় নাম উঠল ঢালিউড সুপারস্টার শাকিব খানের।

কিং খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার দুপুর সোয়া ২টায় দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

এর আগে মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী প্রশ্ন তোলেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

অন্যদিকে, একইদিন কোনো পক্ষ না নিয়ে একটি পোস্ট দেন শাকিব খানের প্রথম এবং প্রাক্তন স্ত্রী আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী লেখেন, সহিংসতা কাম্য নয়।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম/এজে)