চাঁদপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ১৭:৫১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চাঁদপুরের বাবুরহাট-মতলব-পেন্নাই আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। বিকল্প রাস্তায় চলাচল করতে হচ্ছে যানবাহনকে। তবে সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে দুর্ভোগ নিরসনে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গত কয়েকদিনের টানা বৃষ্টির পর সরেজমিন ওই সড়কের নায়েরগাঁও বাজার এলাকায় গিয়ে জলাবদ্ধতার এ দৃ্শ্য দেখা গেছে। বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতার।

 

স্থানীয়রা জানান, সড়কের আশপাশের বাড়িঘর একটি পকুরের কারণে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়।

 

বৃষ্টির পানিসহ ওইসব বাড়ির ব্যবহৃত সকল পানি ও ময়লা আবর্জনা এই স্থান দিয়ে বের হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানান তারা।

 

ওই সড়কে দিয়ে চলাচলকারী ঢাকা-মতলব চলাচলকারী মতলব এক্সপ্রেসের চালক আমজাদ হোসেন বলেন, এই সড়কটি মেরামতের করা দরকার। গত দুই বছর আমরা দুর্ভোগ পোহাচ্ছি। তবে মাঝে মাঝে আমাদের কাছ থেকে স্থানীয়রা ১শ’টাকা করে চাঁদা নিয়ে মেরামত করে।

 

প্রাইভেট গাড়িচালক এমরান হোসেন বলেন, এখানে পুকুর থাকাতে জলাবদ্ধতা তৈরি হয়। প্রায় সময় আমাদের গাড়ি আটকে নষ্ট হয়ে যায়। আমরা চরম ভোগান্তিতে আছি। কারণ এই সড়কে দিন ও রাতে যাত্রীবাহী বাস, আন্তঃজেলা মালবাহী ট্রাক ও অসংখ্য ছোট যানবাহন চলাচল করে। সময় লাঘবের জন্য ঢাকাগামী চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অনেক যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে।

 

সিএনজি চালিত অটোরিকশাচালক কামরুল হাসান বলেন, গত দুই বছর আমরা ভোগান্তি পোহাচ্ছি। পানির কারণে রাস্তায় গাড়ি আটকে যায়। আমরা চালকেরা একবার ৩৫ হাজার টাকা খরচ করে মেরামত করেছি। এখানে আবার রাস্তায় পানি উঠে গেছে।

 

নায়েরগাঁও বাজারের ব্যবসায়ী জুয়েল রানা, নেছার উদ্দিন ও সেলিম দেওয়ান বলেন, বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কের জলাবদ্ধতার কারণে যানবাহন বাজারের সড়ক দিয়ে চলাচল করে। ফলে বাজারের সড়কটিও ক্ষতিগ্রস্ত হওয়াসহ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মামুন জানান, বাজারের সড়ক উন্নয়ন কাজের জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দুইবার আবেদন করেছি। বরাদ্দ পেলে কাজ করা যাবে। আর আঞ্চলিক সড়কের কাজ করবে সড়ক বিভাগ। স্থানীয়ভাবে সহযোগিতা লাগলে করা হবে।

 

সড়ক ও জনপথ অধিদপ্তর চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চাঁদপুর বাবুরহাট-মতলব-পেন্নাই আঞ্চলিক সড়কটি একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক। এই সড়কের নায়েরগাঁও বাজার অংশে জলাবদ্ধতার কারণে চলাচল খুবই সমস্যা হচ্ছে। এই স্থানটি পূর্বেও আমরা মেরামত করেছি। বর্ষা ও বৃষ্টিতে পাশের পুকুরের পানি সড়কে উঠে যাওয়ার কারণে এই পরিস্থিতি হয়। পুকুরের পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে আমরা দ্রুত মেরামতের উদ্যোগ নিতে পারবো। এতে দুর্ভোগ থাকবে না।

 

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, নায়েরগাঁও বাজারের সড়কের জলাবদ্ধতা সমস্যা সমাধানে আমরা কাজ করছি। সেখানে আমাদের কিছু খাস জমি আছে। সেগুলো অবৈধ দখলমুক্ত করতে আমরা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দিয়েছি। জেলা প্রশাসন থেকে অনুমতি পেলে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ স্থানে ড্রেনেজ ব্যবস্থা করে স্থানীয়দের দুর্ভোগ কমাতে চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস)