জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা-ধাওয়া, সাংবাদিকসহ আহত ৬

প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ২১:২৪

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

কোটা সংস্কারের দাবিতে জামালপুরে ট্রেন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছে।

 

বুধবার সকাল ১১টার দিকে শহরের মির্জা আজম চত্বরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।

 

 

পরে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন একঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

সেখান থেকে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে যাওয়ার পথে  ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেন এবং মারপিট করেন। পরে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েন। এ সময় সাংবাদিক সুমন মাহমুদসহ ৬ জন আহত হয়েছে।

 

তবে ছাত্রলীগকে ধাওয়া করে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়ে নেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গেইটপাড় এলাকায় গিয়ে শহরের প্রধান সড়ক ও রেলক্রসিংয়ে অবরোধ করেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। এ দিকে রেলক্রসিং অবরোধ করে রাখায় কেন্দুয়া কালীবাড়ি এলাকায় জিএম এবং মেলান্দহ স্টেশনে ঢাকাগামী কমিউটার ট্রেন আটকা পড়ে যায়। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ নিয়ে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, দুই স্টেশনে দুটি ট্রেন আটকা পড়েছে। শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

 

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও কোনো মামলা মোকদ্দমা হয়নি। এ ঘটনায় কোনো আটকও হয়নি।

 

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস)