কোটা সংস্কারের ইস্যুতে ‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ গণভবন গেটে ব্রিফ করবেন আইনমন্ত্রী

প্রকাশ | ১৮ জুলাই ২০২৪, ১৪:২৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৪, ১৪:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয় নিয়ে ব্রিফ করবেন আইনমন্ত্রী আনিসুল হক। কিছুক্ষণের মধ্যেই তিনি গণভবনের গেটে ব্রিফ করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ২টায় ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।”

(ঢাকাটাইমস/১৮জুলাই/এফএ)