মিরপুর-১০ নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ বক্সে আগুন

প্রকাশ | ১৮ জুলাই ২০২৪, ১৪:২৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৪, ১৫:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর মিরপুরে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দিয়েছে, যা ওপরে থাকা ওভারব্রিজেও ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সেখানে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। দুপুর একটার পর তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেয়। পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে। এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুনরায় বিভিন্ন অলিগলি দিয়ে সেখানে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। একপর্যায় পুলিশ সেখান থেকে পিছু হাটে।

এই প্রতিবেদ লেখা পর্যন্ত মিরপুর-১০ নম্বর গোল চত্বর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।

এদিকে ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচি ঘিরে সকালে উত্তরায় প্রথম সংঘর্ষ শুরু হয়। এরপর রাজধানীজুড়ে তা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাজধানীর বসুন্ধরা, রামপুরা, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পুরানা পল্টন ও গুলিস্তান, ধানমন্ডি এলাকায় সংঘর্ষ হয়েছে।

 

এর আগে বুধবার রাজধানীসহ সারাদেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিয়াম নামে এক তরুণ যাত্রাবাড়ীতে মারা যান। মঙ্গলবার দেশব্যাপী সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়।

 

(ঢাকাটাইমস/১৮জুলাই/এএইচ/এমআর)