যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ৩ সাংবাদিক আহত
প্রকাশ | ১৮ জুলাই ২০২৪, ১৪:৪৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৪, ১৬:৫৯
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবির সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ হচ্ছে। এসময় খবর সংগ্রহে থাকা তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এছাড়াও আরও অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রাজিব। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে সংঘর্ষের সময় যাত্রাবাড়ী থানায় হামলার চেষ্টা হয়। থানা থেকে ৫০ গজ দূরে এই সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন আকলিমা বেগমসহ চার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিকাল পৌনে পাঁচটার দিকে যাত্রাবাড়ী থেকে ঢাকা টাইমস প্রতিনিধি হাসান মেহেদী জানান, হানিফ ফ্লাইওভারে ২০/২২ বছরের এক তরুণের দেহ পড়ে থাকতে দেখা গেছে। তার শরীরে গুলির জখমের চিহ্ন রয়েছে। তিনি মারা গেছেন কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই যাত্রাবাড়ীর এই সংঘাতের সূত্রপাত হয় বুধবার সন্ধ্যায়। এদিন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় এক বাবা ও তার শিশু সন্তান গুলিবিদ্ধ হন। এরপর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যোগ দেন। এই দফায় স্থানীয় তিনজন বাসিন্দা গুলিবিদ্ধ হন। এরই জের ধরে আজ সকাল থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বেলা গড়াতে গড়াতে আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামেন স্থানীয়রাও।
ঢাকাটাইমস/১৮জুলাই/এমএইচ/ইএস