চিলির বিপক্ষে মাঠে নামতে পারেন ডি মারিয়া!

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৪:৫৯
অ- অ+

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন আনহেল ডি মারিয়া। কোপা আমেরিকার ফাইনাল খেলার মধ্য দিয়ে ফুটবলে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন ডি মারিয়া। তবে আবারও তারকা এই ফুটবলারকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে। ডি মারিয়ার স্ত্রী হোর্হেলিনা কারদোসো আরও একবার বিশ্বকাপজয়ী ফুটবলারকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।

আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে ডি মারিয়া যদি রাজি হন তাহলে ১১ মিনিটের জন্য আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাকে।

এ প্রসঙ্গে ডি মারিয়ার স্ত্রী বলেন, ‘শুনেছি তারা (এএফএ) চায় বিদায়ী ম্যাচটা ডি মারিয়া যেন আর্জেন্টিনায় খেলে। চিলির বিপক্ষে ১১ মিনিট সে খেলবে কিনা নিশ্চিত নয় এখনও, তবে পরিকল্পনাটা দারুণ। সে এটার যোগ্য। এমন কিছু ঘটলে সে আনন্দের সঙ্গেই আসবে।’

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচেই ডি মারিয়াকে সম্মান জানানোর পরিকল্পনা করছে এএফএ। সেক্ষেত্রে আবারও তাকে অল্প সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে। যদিও এখন পর্যন্ত তার খেলার ব্যাপারে জোর দিয়ে কিছু বলেনি এএফএ।

মাঠে না নামলেও চিলি ম্যাচে দলকে সমর্থন দিতে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন ডি মারিয়া নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি সে বলে আমি অবশ্যই মাঠে আসবো। তবে খেলতে নয়। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই ঠিক আছে।’

গেল বছরের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। সে হিসেবে কোপার ফাইনাল দিয়ে রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৪ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা