টাঙ্গাইলে শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, আহত অর্ধশত
টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ-সাংবাদিকসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।
কমপ্লিট শাটডাউন পালন করতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীরা জড়ো হন। তারা নানা ধরনের ম্লোগান দিয়ে উত্তাল করে তোলে এলাকা। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাওয়ার সময় পুরাতন বাসস্ট্যান্ডে পুলিমের বাধার মুকে পড়ে।
এরপর হঠাৎ করেই মিছিলে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে পুলিশ। শিক্ষার্থীদের পাশাপাশি সাবাদিকদরও পেটানো হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে এগুতে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের মেল ও ফাঁকা গুলি ছুড়তে থাকে। এতে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেলা সাড়ে ১১টার পর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। সর্বশেষ উভয় পক্ষ অবস্থা নেয় শহরের নিরালা মোড়ে।
আন্দোলনকারীরা জানান, পুলিশের হামলায় ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর দাবি করেন, শিক্ষার্থীদের ওপর বুলেট বা টিয়ারশেল ছোড়া হয়নি। দুষ্কৃতি ও বহিরাগতরা এসে আন্দোলনে যোগ দিলে পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/মোআ)