আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়: সোহান

প্রকাশ | ১৮ জুলাই ২০২৪, ১৬:২৪

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তপ্ত সারা দেশ। প্রতিদিন সেই পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করছে। সেই আন্দোলনকে থামিয়ে দিতে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। দেশের এই পরিস্থিতি নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 

সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি জানিয়েছেন তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধের কথা। সোহান লিখেন, 'আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।'

'তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।'-যোগ করেন তিনি।

এর  আগে গতকাল আরও দুইটি পোস্ট করেন তিনি। নিজের প্রথম পোস্টে তিনি লিখেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’

নিজের দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। হাতে সার্জারির জন্য আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে আছি। দেশে কি হচ্ছে অনেক কিছুই ভালো ভাবে জানিনা। তবে এইটুকু জানি যে, ছাত্রছাত্রীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীরা কখনোই দেশের ক্ষতি চাইতে পারে না। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই।’

তিনি আরও লিখেন, ‘দেশের রক্তাক্ত অবস্থা দেখে স্বাভাবিক থাকতে পারছি না। আমরা তরুণ প্রজন্মই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। এজন্য দরকার সঠিক দিকনির্দেশনা। নিজেদের মধ্যে ঝগড়া করে কখনই বিশ্ব মঞ্চে দেশকে এগিয়ে নিতে পারবোনা। দেশ সবার আগে, নিজের স্বার্থ পরে।’

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এনবিডব্লিউ)