কোটা আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বলেন, চীন বিশ্বাস করে এ দেশের জনগণ ও সরকার শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় পূর্ণভাবে সক্ষম।
বৃহস্পতিবার ১৮ জুলাই সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
চীনের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশনের ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন, কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেয়াসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন তারা।
এসময় চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন ‘আওয়ামী লীগ সরকারের যথেষ্ট প্রজ্ঞা রয়েছে এ সমস্যা সমাধানের। আমরা আশাবাদী দ্রুত এই সমস্যার সমাধান হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।’
(ঢাকাটাইমস/১৮জুলাই/এএইচ/এমআর)

মন্তব্য করুন