‘কমপ্লিট শাটডাউন’ ফাঁকা ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৬:৪০
ছবিটি বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে তোলা।

কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন শিক্ষার্থী নিহতের প্রতিবাদেকমপ্লিট শাটডাউনকর্মসূচির প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এদিনে সকাল থেকে সড়কে দেখা মেলেনি ঢাকা-উত্তরবঙ্গগামী দূরপাল্লার কোনো পরিবহণ। এতে চরম দুর্ভোগ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে মহাসড়কে বিশৃঙ্খলা রোধে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র‌্যাব বিজিবি মোতায়েন করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়- বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত দিয়ে উত্তরবঙ্গে যানবাহন প্রবেশ করেছে এক হাজার ৫০৩টি। টোল আদায় হয়েছে ১২ লাখ ৮৯ হাজার ১৫০ টাকা। সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকা ময়মনসিংহের দিকে যানবাহন প্রবেশ করেছে এক হাজার ৯৪টি টোল আদায় হয়েছে লাখ ৫৫ হাজার ৯০০ টাকা। মোট যানবাহন পারাপার হয়েছে দুই হাজার ৫৯৭টি। যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ কম।

পাথাইলকান্দি বাজারে বাসের জন্য অপেক্ষারত নির্মাণ শ্রমিক মুক্তার হোসেন, নুর-আলম ইদ্রিস মিয়া জানান, টাঙ্গাইল শহরে কাজে যাবেন। কিন্তু বাস স্টেশনে এসে দেখতে পান টাঙ্গাইলগামী সকল বাস বন্ধ। অন্যদিকে মহাসড়কে তিন চাকার যানবাহনও কম চলাচল করছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী বলেন, মাঝে মধ্যে বাস পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেলেও সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের কোনো চাপ নেই। তবুও মহাসড়কে বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে জেলার ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সময় তারা প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে যায়।

(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএস )

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ঝুলন্ত বৈদ্যুতিক তারে শক লেগে নদীতে নিখোঁজ ট্রলারচালক 

কুমিল্লার ১২ থানায় নতুন ওসি, দুজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত

শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন: মামুনুল হক

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেওয়া হবে: জামায়াত নেতা শাহাজাহান

নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, চিন্তিত উপকূলের মানুষ

নোয়াখালীতে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

খুলনায় অব্যাহত বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সাধ থাকলেও ইলিশ কেনার সাধ্য নেই ভালুকাবাসীর

সরকারি কোয়ার্টারে থাকলেও ভাড়া দেন না আখাউড়ার কর্মকর্তা-কর্মচারীরা

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :