নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেপ্তার

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ১৩:৫৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১৪:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- খাদিজা পারভিন মেঘলা ও ইসরাত জাহান ওরফে মৌসুমী মৌ।

 

বুধবার দুপুর ১টার দিকে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

 

তিনি বলেন, “জেল পালানো দুই জঙ্গিকে গ্রেপ্তার করে আমাদের হেফাজতে নিয়েছি। এখনো সাতজন আত্মগোপনে আছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

 

দুই জঙ্গি গ্রেপ্তারের বিষয়ে দুপুরে বিফ্রিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত শুক্রবার দুপুরে নরসিংদী কারাগারে হামলা করে দুর্বৃত্তরা। তারা কারারক্ষিদের অস্ত্র লুট ও মারধর করে। এ সুযোগে কারাগার থেকে পালিয়ে যান ৮২৬ জন বন্দি। তাদের মধ্যে নয়জন জঙ্গি ছিল। এরইমধ্যে দেড়শতাধিক বন্দি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। বাকিদের খোঁজে অভিযান চলছে।

এদিকে বন্দি পালানোর ঘটনায় কারাগারের জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এসএস/এফএ)