সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে আজ, নৌযানও চলবে সদরঘাট থেকে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিরতার মধ্যে ট্রেনচলাচল বন্ধের এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল হওয়ার সময় সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।
অপরদিকে কারফিউ শিথিল থাকার সময়ে সদরঘাটের ঢাকা নদী বন্দর থেকে যাত্রীবাহী নৌযানও ছেড়ে যাবে।
ট্রেন চলাচলের বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর জানান, কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।
পরিস্থিতি বিবেচনা করে সার্বিকভাবে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আজ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সচিব আরও জানান, মালবাহী ট্রেনগুলো বুধবার থেকে কার্যক্রম শুরু করেছে। অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময় তেল ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলো বাধাহীন ছিল। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বাংলাদেশ রেলওয়ে ১৮ জুলাই বিকেল থেকে সব ট্রেন চলাচল বন্ধ রাখে।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এফএ)

মন্তব্য করুন