প্যারিসের স্বর্ণমুদ্রায় শাহরুখ খান!

প্রকাশ | ২৫ জুলাই ২০২৪, ১১:৪২ | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০০

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

আরও একটি বিরল কীর্তি গড়লেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে বিশেষ ভাবে সম্মাননা জানিয়েছে ফ্রান্স সরকার। দেশটির রাজধানীর প্যারিসে কিং খানকে নিয়ে বানানো হলো স্বর্ণমুদ্রা। ভারতীয় সংবাদমাধ্যম অন্তত এমন খবরই প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখ খানকে। সেখানেই শোভা পেয়েছে তার স্বর্ণমুদ্রা। সেই সোনার কয়েনে ফুটে উঠেছে শাহরুখ খানের ছবি। এই প্রথম কোনো অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি হলো বলে জানা গেছে।

অভিনয় জীবনে শাহরুখ খানের দেশি-বিদেশি সম্মাননা প্রাপ্তির তালিকা অন্য যেকোনো তারকার চেয়ে অনেক লম্বা। ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন রেকর্ড ১৪ বার। ঝুলিতে আছে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী।

অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। মোট পাঁচটি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করেন তিনি।    

এছাড়া ফ্রান্স থেকে এর আগে কিং খান পেয়েছেন অর্দ্র দে আর্ত এ দে লেত্র ও লেজিওঁ দনর সম্মাননা। এবার বলিউড বাদশাহর জায়গা হলো প্যারিসের স্বর্ণমুদ্রায়। স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন শাহরুখ খান এবং তার অগণিত ভক্ত।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজে)