কোটা আন্দোলনে মানুষের মৃত্যু: সরকার পতনের ডাক ছাত্রদলের

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অসংখ্য ছাত্রজনতার মৃত্যুর প্রতিবাদে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটি বলছে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ফ্যাসিস্ট, খুনি শেখ হাসিনার নির্দেশে গত এক সপ্তাহে পুলিশ-বিজিবি-র্যাব-ছাত্রলীগ সম্মিলিতভাবে চার শতাধিক ছাত্রজনতাকে হত্যা করেছে। ঔপনিবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এরশাদ আমলেও ছাত্রজনতার উপরে এমন নির্বিচার হত্যাকাণ্ডের নজির নাই।
বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কথা বলেন।
তারা বলেন, যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রজনতাকে দেখামাত্র গুলি করা হচ্ছে। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ইন্টারনেট বন্ধ করে সারাবিশ্বের কাছ থেকে এই নজিরবিহীন বর্বরতা আড়াল করা হচ্ছে। প্রাণঘাতী তাণ্ডবের প্রমাণ লোপাট করা হচ্ছে।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবৈধ সরকার কর্তৃক অগণিত ছাত্রজনতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ছাত্রজনতা হত্যার প্রতিবাদে চলমান গণ-আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্রদল ছাত্রজনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে।
নেতৃদ্বয় আশা প্রকাশ করেছেন, ছাত্রজনতার ওপরে চালানো বর্বর গণহত্যার প্রতিবাদে ছাত্রজনতার চলমান গণ-আন্দোলন সফল হবে এবং অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। ইনশাআল্লাহ।
তারা আরও বলেন, অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের এক দফার চলমান গণ আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহবান জানাচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকাটাইমস/২৫জুলাই/জেবি/ইএস

মন্তব্য করুন