লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, গুরুতর আহত ৪

প্রকাশ | ২৫ জুলাই ২০২৪, ১৮:৪৯

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

লক্ষ্মীপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা লক্ষ্মীপুর সড়কের মান্দারি এলাকা এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির আরও চার যাত্রী। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্রগ্রাম থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা সিএনজির চন্দ্রগঞ্জে যাওয়ার পথে মান্দারি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট পাঁচজন আহত হন। তাদের সদর হাসপাতালে নেওয়া হলে বৃদ্ধ নুরুল আমিন মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, ‘হাসপাতালে আনার পরই একজন মারা গেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।’

ঘটনা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাস ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে সেটির চালক ও সহকারী পালিয়েছে।’

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজে)