মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

প্রকাশ | ২৫ জুলাই ২০২৪, ২২:১৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ২৩:২০

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বৃহস্পতিবার ও শুক্রবারে কমপক্ষে ৬ সাংবাদিক হামলার শিকার হয়েছেন। ভেঙ্গে ফেলা হয়েছে ভিডিও ক্যামেরা, মোবাইল ও মাইক্রোফোন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি শহরের শকুনি লেকে পাড়ে পৌঁছালে ছাত্রলীগ ও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এসময় সংবাদ সংগ্রহের জন্য লেকের পাড়ে অবস্থান করছিলেন সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহাদাত আকন। ভিডিও চিত্র ধারনের সময় কতিপয় দুষ্কৃতকারী তাকে ধাক্কা দিয়ে লেকের পানিতে ফেলে দেয়। এতে তার সঙ্গে থাকা মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। মোহনা টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমান মোল্লা এবং নাগরিক টেলিভিশনের প্রতিনিধি রাকিব হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আন্দোলনকারীরা। লাঞ্ছিত করা হয় ডিবিসি টেলিভিশনের ক্যামেরাম্যান ইসমাইল হোসেন, সোনালী বার্তার মাদারীপুর প্রতিনিধি আহসান লিমনকেও। 

এদিকে শুক্রবার (১৯ জুলাই) বিকালে উপজেলার মস্তফাপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল রিজভীর ক্যামেরা, মোবাইল, মাইক্রোফোন, ম্যামোরি কার্ড ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে আন্দোলনকারীরা।

মাদারীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম। আমরা তো কারো প্রতিপক্ষ না। আমরা শুধু শুধু হামলার শিকার হচ্ছি। আমাদের প্রতিপক্ষ বানানো হচ্ছে। পেশাগত দায়িত্বপালনকালে তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসেন বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী যুদ্ধ ক্ষেত্রেও সাংবাদিকদের নিরাপত্তা পাওয়ার কথা। সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে এটা খুবই দুঃখজনক।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, হামলার শিকার সাংবাদিকরা মামলা করলে মামলা নেওয়া হবে। 
ঢাকাটাইমস/২৫জুলাই/পিএস