সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হবে কবে? যা বলছেন পলক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৪, ১৩:৪৫| আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৬:৫৯
অ- অ+

দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ করে দেয়া ব্রডব্যান্ড ইন্টারনেট গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

রবিবার বিকাল ৩টায় মোবাইল ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে ফেসবুক ও টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনই চালু হচ্ছে না। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন, “সহিংসতার কনটেন্টগুলো ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে এসব সামজিক মাধ্যম।

রবিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিন সকালে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করের প্রতিমন্ত্রী।

সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, “৩১ জুলাই ফেসবুক ও টিকটকসহ সব সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সেখানে সব প্রতিনিধিদের সশরীরে হাজির হয়ে সহিংসতার কনটেন্টগুলো বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ব্যাখ্যা চাওয়া হবে। ব্যাখ্যা না দেয়া পর্যন্ত ফেসবুক ও টিকটকসহ সোশ্যাল মিডিয়া খুলে না দেয়ার ব্যাপারে অনড় থাকবে সরকার।”

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

পাঁচদিন পর গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। ২৪ জুলাই রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে।

এদিকে, আজ বিকাল ৩টা থেকে মোবাইলে ফোরজি ইন্টারনেট পুনঃস্থাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোও দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে। তবে আপাতত বন্ধ আছে ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক মাধ্যম।”

(ঢাকাটাইমস/২৮জুলাই/এএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা জয়ে সবার আগে প্লে অফে রংপুর, অন্য দলগুলোর অবস্থান কোথায়?
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কবি নজরুলের নাতি বাবুল কাজী, অবস্থা সংকটাপন্ন
মানিকগঞ্জে বালু উত্তোলনকালে দুটি ড্রেজারসহ ৮ জন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা