পরীমনির বিরুদ্ধে মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২৪, ১৪:৩০

বিতর্কিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষীদের সাক্ষগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৪ আগস্ট ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল।

তবে এদিন পরীমনির আইনজীবী শাহ মঞ্জুরুল হক আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশ বিষয়ে সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন তিনি।

এরপর আদালত পরীমনির আইনজীবীর সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার পরীমনির পক্ষে আদালতে হাজিরা দেন তার আরেক আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তবে অন্য দুই আসামি নায়িকার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজির ছিলেন।

এর আগে গত বছরের ৯ জানুয়ারি পরীমনির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এদিন সন্ধ্যায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আলোচিত এই নায়িকাকে আটক করা হয়। পরদিন বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এই মামলায় কয়েক দফা রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রায় এক মাস কাশিরপুর কারাগারে বন্দি থাকার পর ৩১ আগস্ট তিনি জামিন পান। পরদিন কারামুক্ত হন পরীমনি। এর কিছুদিনের মধ্যে করেন বিয়ে। হয়েছেন সন্তানের মা।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এজে)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ঢাকার ছয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিচারপতি মানিককে

সালমান, আনিস, পলক, মানিক ও মামুনকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ 

শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১৫ আনসার সদস্যকে

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রিমান্ড স্থগিত, অন্য মামলায় আবেদন

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন তিন দিনের রিমান্ডে 

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় মেনন ৩ দিনের রিমান্ডে

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, তবে থাকতে হবে কারাগারেই

শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সাত দিনের রিমান্ডে 

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :