ফেসবুক-টিকটক চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ
প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ১১:০৩ | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১১:৩১
দেশে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ।
কোটা আন্দোলনের সময় সহিংসতার ছবি ভিডিও আপলোডের বিষয়ে মেটার ফ্লাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং টিকটক ও ইউটিউব কর্তৃপক্ষের ব্যাখ্যা দেওয়ার সময় নির্ধারণ রয়েছে আজ। এসব সামাজিক মাধ্যমের প্রতিনিধিরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পর সন্তোষজনক হলে সামাজিক মাধ্যমগুলো চালু করা হবে।
এ বিষয়ে আজ দুপুর ১২টায় আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্রিফিং করবেন।
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতামূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে বাংলাদেশে মেটার তিনটি প্ল্যাটফর্মসহ টিকটক বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটে ইউটিউব চালু থাকলেও মোবাইলে বন্ধ রয়েছে। এই তিন প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের প্রতিনিধিকে বুধবার সশরীরে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এফএ)