কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করল সাউথইস্ট ব্যাংক

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ১৮:৩৯

ঢাকাটাইমস ডেস্ক

সাউথইস্ট ব্যাংক বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এই সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদেরের নিকট এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

সাউথইস্ট ব্যাংক দেশের প্রান্তিক পর্যায় থেকে আগত কৃষকদের বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুর মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/৩১জুলাই/পিএস