চাঁদপুরে মৌসুমি বায়ু সক্রিয়ের কারণে ৫৭ মিলিমিটার বৃষ্টি

মাজহারুল ইসলাম অনিক, চাঁদপুর
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৬:১১| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:১৬
অ- অ+

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়ের কারণে চাঁদপুরে ৫০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হঠাৎ বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরে হঠাৎ বৃষ্টি নামে। বেলা আড়াইটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়।

দুপুরে শহরের মাদ্রাসা রোড, পালপাড়া, ট্রাকরোড, রহমতপুর কলোনি, নাজিরপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় রাস্তায় হাঁটুপানি জমতে দেখা যায়। চলাচলে ভোগান্তিতে পড়ে মানুষ। বৃষ্টির পর রাস্তাঘাটের পানি অনেকটাই কমে যায়।

আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েক বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী কয়েক দিন টানা বৃষ্টিপাত হতে পারে।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শায়েব জানান, বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট বৃষ্টিপাত ৫৭ মিলিমিটার রেকর্ড করা হয়। মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে, তা কয়েক দিন চলতে পারে।

(ঢাকাটাইমস/১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
ইরানে দখলদার ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৬৩৯
‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা