কোটা আন্দোলন: সহিংসতার তদন্তে তিন বিচারপতির সমন্বয়ে কমিশন গঠন
প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ১৬:১১ | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১৬:৫৩
কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন সহিংসতার ঘটনা তদন্তে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন করেছে সরকার। কমিশনস অব ইনকোয়েরি অ্যাক্ট, ১৯৫৬-এর সেকশন ৩ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ কমিশন গঠন করেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের নামে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্ত করবে এ কমিশন।
হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে কমিশনের সভাপতি করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিশনকে সাচিবিক সহায়তা দেবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে।
(ঢাকাটাইমস/০১আগস্ট/কেএম)