আর কখনো ‘জয় বাংলা’ কনসার্ট করবে না ক্রিপটিক ফেইট

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৭:৫৩
অ- অ+

দেশজুড়ে গণহত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদ জানালো জনপ্রিয় ব্যান্ডদল ক্রিপটিক ফেইট। দলটির পক্ষ থেকে ফেসবুকে ঘোষণা দিয়ে জানানো হয়েছে, তারা আর কখনো জয় বাংলা কনসার্টে অংশ নেবে না। কেন অংশ নেবে না, তার কারণও ব্যাখ্যা করেছেন তারা।

বুধবার রাতে দেওয়া পোস্টে ক্রিপটিক ফেইট লিখেছে, ‘অনেকেই প্রশ্ন করছেন, ‘আপনারা জয় বাংলা কনসার্ট করবেন?’ যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর ‘না’।’

বৃহস্পতিবার দুপুরে আরেকটি পোস্ট শেয়ার করেছে ক্রিপটিক ফেইট। যাতে লেখা, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে, আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’

‘কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে।’

‘কিন্তু আর কত ভয়? বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে, আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই।’

‘তাই কথা বলা থামানো যাবে না। অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরো অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’

এর আগে ফেসবুকে জয় বাংলা কনসার্ট বয়কটের ঘোষণা দেন সংগীতশিল্পী সিনা হাসান। তিনি লিখেছিলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী 'ছেলেভুলানো' কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোনো হিসেবেই যেন কখনোই ডাকা না হয়।’

‘বাংলা ফাইভ’ ব্যান্ডদলের এই শিল্পী আরও লিখেছিলেন, ‘আমার ব্যান্ডের অন্য মেম্বাররা যদি এটা না মানে, তাইলে ‘বাংলা ফাইভ’ ত্যাগ করতেও কুন্ঠাবোধ করবো না। যদিও আমার ব্যান্ডমেটদের সেই সম্ভাবনা আদৌ নাই।’

(ঢাকাটাইমস/০১আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পীরগঞ্জে দেড় মাসের ব্যবধানে মা-মেয়েকে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
দূষিত বায়ুর শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা, বায়ুমান ‘বিপজ্জনক’
লা লিগা: সেভিয়াকে উড়িয়ে দিল ১০ জনের বার্সেলোনা
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা