দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতেই জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত: লেবার পার্টি

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ২২:০৩
অ- অ+

জামায়াত-শিবির নিষিদ্ধ করতে সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। তারা বলেছেন, জঙ্গিবাদের নতুন ইস্যু তৈরি করে জামায়াত-শিবির নিষিদ্ধের মধ্য দিয়ে শেখ হাসিনা অবৈধ ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা করছে।

বৃহস্পতিবার বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এসব বলেন দলটির নেতারা।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। স্বাধীনতা পরবর্তী প্রায় সব সংসদে তাদের প্রতিনিধিত্ব রয়েছে। সংবিধানে রাষ্ট্রের সব নাগরিকের সংগঠন, রাজনীতি মতপ্রকাশের অধিকার রয়েছে। রাষ্ট্রের নাগরিকদের যেমন বিএনপি, আওয়ামী লীগ বা লেবার পার্টিসহ যেকোন দল করার অধিকার আছে। তেমনি জামায়াত শিবির করারও অধিকার রয়েছে।

লেবার পার্টি নেতারা বলেন, ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃংখলা বাহিনীকে লেলিয়ে দিয়ে গণহত্যা গণগ্রেপ্তার থেকে জনগণ বিশ্ববাসীর দৃষ্টি আড়াল করতে জামায়াত শিবির নিষিদ্ধ করা হয়েছে। সরকারের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের আন্দোলনকে ভিন্নখাতে নিতে জামায়াত শিবিরকে জঙ্গিবাদী আখ্যা দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/০১আগস্ট/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পাঠানো হচ্ছিল বাংলাদেশিদের, মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত, ডিজিটাল ভোট ও নিরপেক্ষ সরকারের দাবি ইমাম হায়াতের
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা