প্যারিস অলিম্পিক খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে ভারতীয় গলফার
জমে উঠেছে প্যারিস অলিম্পিকে পদক জয়ের লড়াই। তবে বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিকের। চলমান আসরটি সাক্ষী হয়েছে মৃত্যুর মতো দুর্বিষহ ঘটনারও। এবার প্যারিসে ঘটেছে আরও একটি বিভীষিকাময় কান্ড। ভারতীয় গলফার দীক্ষা ডাগর অলিম্পিকে অংশ নিতে গিয়ে পড়লেন গাড়ি দুর্ঘটনার কবলে। কিন্তু প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। তবে হাসপাতালে ভর্তি এই গলফারের মা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুলাই) ইন্ডিয়া হাউজের একটি অনুষ্ঠান শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে গলফার দীক্ষার গাড়ি। এরপর অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে তার গাড়িটিকে। এমন ভয়াবহ দুর্ঘটনার সময় দীক্ষা ছাড়াও গাড়িতে ছিলেন তার বাবা, মা এবং ভাই।
এ প্রসঙ্গে তার বাবা জানান, দীক্ষা আঘাতপ্রাপ্ত হননি এবং তিনি নির্ধারিত সূচি অনুযায়ী নিজের ইভেন্টে নামবেন বলে জানিয়েছেন তিনি।
প্যারিস অলিম্পিকের চলতি আসরে এখনও ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এই গলফার। আসছে ৭ আগস্ট শুরু হবে দীক্ষার গলফ ইভেন্ট। সেখানেই এই আসরে প্রথমবারের মতো কোর্টে নামবেন তিনি।
আগেরবার ২০২১ টোকিও অলিম্পিকেও অংশগ্রহণ করেছেন দীক্ষা। এবার তিনি ভারতের হয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। দুর্ঘটনার ধাক্কা সামলে দীক্ষা প্যারিস অলিম্পিকে দেশকে পদক জেতাতে পারবেন কিনা সেটাই এখন বিশাল প্রশ্ন।
(ঢাকাটাইমস/০২ আগস্ট/এনবিডব্লিউ)