বৃষ্টিতে ভিজে গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ১৮:২৮
কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্র হত্যা, গ্রেপ্তার ছাত্রদের মুক্তি, ৯ দফা দাবি ও শহীদদের স্মরণে গাইবান্ধায় দোয়া ও গণমিছিল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীরা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে বৃষ্টি উপেক্ষা করে শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামন থেকে একটি মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
পরে মিছিলটি শহরের ডিবি রোড হয়ে এক নম্বর ট্রাফিক মোড়ের দিকে যায়। সেখান থেকে মিছিলটি শনি মন্দির রোড দিয়ে পুনরায় ডিবিরোড হয়ে আবারও বড় মসজিদের সামনে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিলটির পুরো সময় জুড়ে পুলিশ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সামনে-পেছনে অবস্থান করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মুঠোফোনে বলেন, গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিশৃঙ্খলা এড়াতে এ সময় পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সাথে ছিল। মিছিলটি শান্তিপূর্ণ হয়েছে।
(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)