যশোরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার গণমিছিল

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ১৯:২৫

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বের করা গণমিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছে যশোরের রাজপথ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিকে ঘিরে ২ আগস্ট শুক্রবার বেলা তিনটা থেকে শহরের পালবাড়ি অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে তারা প্রথমে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ছাত্রদের রুহের মাগফেরাত কামনা করে সম্মিলিত দোয়া ও মোনাজাত করেন। এছাড়া হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন। 

এ সময় আশ-পাশের প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাধারণ জনতা, যশোরের বেশ কিছু আইনজীবী, সাংবাদিক, অভিভাবক ও অন্যান্য পেশার মানুষ তাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন। কিছুক্ষণ পর তারা গণমিছিল শুরু করেন। মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতার হাতে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন দেখা গেছে। 


মিছিলটি পুলিশ লাইন রোড হয়ে পুরাতন বিমান অফিস মোড়ে কিছু সময় দাঁড়িয়ে সমাবেশ করে। 
সংক্ষিপ্ত সমাবেশে কয়েকজন ছাত্র এবং নারী অভিভাবক বক্তব্য রাখেন। এসময় নারী অভিভাবকরা প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান। 
তারা বলেন, আমাদের ছেলেদের বুকের তাজা রক্ত ঝরেছে। আমরা এর বিচার হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। 

সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবক এবং কিছু পেশাজীবী মানুষ অংশ গ্রহণ করেন। 

এদিকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল অব্যাহত রাখে ছাত্ররা। বৃষ্টির মধ্যে মিছিল চলাকালে আশ-পাশের বাসা-বাড়ির মহিলাদের পলিথিন নিয়ে এসে ছাত্রদের হাতে দিয়ে সহযোগিতা করতে দেখা গেছে। পলিথিনগুলো দিয়ে ছাত্ররা বৃষ্টিতে কেউ তাদের মাথা এবং কেউ মোবাইল ফোন রক্ষা করার চেষ্টা করেছেন। মিছিলে ছাত্রদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রীও অংশ নিয়েছে। 

ঢাকাটাইমস/০২আগস্ট/পিএস