আসুন বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দিই: পরিকল্পনা প্রতিমন্ত্রী
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ২০:৩০
‘দেশে বিএনপি-জামায়াত নৈরাজ্য পরিস্থিতি রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।
নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে, আসুন আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই এবং নৈরাজ্যকর পরিস্থিতিকে রুখে দিই।’
শুক্রবার বিকাল সাড়ে চারটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে তালিকাভুক্ত ৩২ জন সুবিধাভোগীর মাঝে ১৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চেকের মধ্য দিয়ে যে সাহায্যের অর্থ আপনাদেরকে দেওয়া হচ্ছে, এই অর্থ হয়তো আপনাদের জন্য পর্যাপ্ত নয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যা দিচ্ছেন তা অতীতের কোনো সরকার এভাবে দেয়নি।’
অনুদানের চেক পেয়ে আলমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চককালু এলাকার নাজিমুল হক বলেন, ‘হার্টের অপারেশনের জন্য ৫০ হাজার টাকা খরচ করে একটি নল লাগিয়ে দিয়েছিল ডাক্তার। অর্থের অভাবে পরে আর চিকিৎসা করতে পারিনি।’ প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেয়ে চিকিৎসার মাধ্যমে এখন সুস্থ হয়ে ওঠার স্বপ্ন দেখছি আমি।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/০২আগস্ট/পিএস