বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক
রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ১৯:৪১ | আপডেট: ০২ আগস্ট ২০২৪, ২১:১৩
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এছাড়া আগের দিন শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। শুক্রবার রাতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
আব্দুল হান্নান কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সারাদেশের আপামর জনসাধারণ অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করুন।’
বিএনপিসহ সব ইসলামী, ধর্মভিত্তিক, বাম ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোকেও একই কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
(ঢাকাটাইমস/০২আগস্ট/কেএম)