দুর্যোগপূর্ণ আবহাওয়া: আ.লীগ কর্মসূচি বাতিল করলেও বিক্ষোভ মিছিল করবে ছাত্ররা

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০২:৩৪

অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদ সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার শোক মিছিলের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। একইদিন বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা বিরাজ করতে থাকে। তবে শেষ মুহূর্তে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত শোক মিছিল বাতিল করেছে আওয়ামী লীগ। তবে বিক্ষোভ মিছিল করার ঘোষণা থেকে সরে আসেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

 

শুক্রবার ( আগস্ট) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো বার্তায় জানানো হয়, শনিবার ( আগস্ট) বিকালে রাজধানীতেশোক মিছিলকর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার ( আগস্ট) বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগেশোক মিছিলকর্মসূচি আয়োজন করা হয়েছে।

 

শোক মিছিলটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হওয়ার কথা ছিল।

এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগেশোক মিছিলকর্মসূচির আয়োজন করা হয়েছে। যদিও পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস)