নাটোরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১০:৪০ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:২৪

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রতীকী ছবি

নাটোরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজীরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন– রাজশাহীর চারঘাট উপজেলার সরদা গ্রামের আব্দুর রহমানের মেয়ে মরিয়ম খাতুন (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে পাবনা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী রাব্বি পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীই ঘটনাস্থলে মারা যান।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)