পাকিস্তান সিরিজ: স্ট্রেংথ টেস্ট দিয়ে শুরু হলো বাংলাদেশ দলের প্রস্তুতি

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১০:৫২

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

চলতি মাসেই দুইটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ হওয়ার কথা ছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। যদিও ক্রিকেটাররা শনিবার স্ট্রেংথ টেস্ট দিয়েছেন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন মোট ১৪জন ক্রিকেটার। 

এই পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল, তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।'

রানিং টেস্ট পরে হবে জানিয়ে এই ফিজিও আরো বলেন, 'আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো প্লেয়ার 'এ' টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্লান করা হবে।'

এদিকে তাসকিন আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে লাল বলে। তবে তার কাঁধের চোট আগের অবস্থাতেই রয়েছে বলে জানালেন বায়জেদুল। তিনি বলেন, 'ওর কাঁধের আগে যে ড্যামেজটা ছিল সেটা একই পর্যায়ে আছে, কোন পরিবর্তন হয়নি। যদি কাজ করে যায় নিয়মিত তাহলে এটা নিয়ে খেলতে পারবে টেস্ট।'

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এনবিডব্লিউ)