বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর যেসব এলাকায় বিক্ষোভ করবেন

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন পয়েন্টে শনিবার বিক্ষোভের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীরা। কোথায় কোথায় তারা কর্মসূচি পালন করবেন তা জানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেটে বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দান, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, স্টেট, গ্রিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, মানারাত ইন্টারন্যাশনাল ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ছাত্ররা।

এছাড়া একই সময়ে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা এলাকায় এ কর্মসূচি পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ দফা দাবি ও অসহযোগ আন্দোলন সফল করার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে। 

(ঢাকাটাইমস/৩আগস্ট/এএইচ/এফএ)